
নিজস্ব প্রতিবেদক//খুলনায় গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর চারটি থানায় কাউন্সিলে নির্বাচিতদের শপথ গ্রহণ।গত ২৬ সেপ্টেম্বর খুলনা নগরীর শিববাড়ি মোড় বাপুস অডিটরিয়ামে বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের আওতাধীন (খুলনা সদর, সোনাডাঙ্গা, আরংঘাটা ও লবনচড়া) থানা সমূহে অনুষ্ঠিত প্রথম কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ৩০ সেপ্টেম্বর নগরীর শিববাড়ি মোড় হোটেল জাফরানে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচিত থানা প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর সভাপতি এইচ এম তাজুল ইসলাম, আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেন নগর সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জুবায়েত শেখ সম্রাট।খুলনা মহানগরী যুব অধিকার পরিষদের চারটি থানার প্রথম কাউন্সিলে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন খুলনা সদর থানার সভাপতি-নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক-মোঃ আল মামুন, সাংগঠনিক সম্পাদক-মোঃ ইমন শেখ। সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি -মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক- মোঃ মিঠু শেখ, সাংগঠনিক সম্পাদক- ওবায়দুল ইসলাম। লবণচড়া থানার সভাপতি-মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক-আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক-আজহারুল গাজী এবং আড়ংঘাটা থানার সভাপতি-মোঃ রবিউল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক-মোঃ আব্দুল্লাহ মোড়ল, সাংগঠনিক সম্পাদক- কাইয়ুম আহমেদ রবিন।উক্ত অনুষ্ঠানটি ভিপি নুরুল হক নূরের শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।