
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি, ইলিশ রক্ষা পেলে সারা বছর ইলিশ মেলে এই প্রতি পাদ্যকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর ৫ম দিনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, খুলনার আয়োজনে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীতে অভিযান পরিচালনা করা হয় ও বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা দশগেট এলাকায় মৎস্যজীবী জেলেদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাহাঙ্গীর আলম, মান্যবর পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, খুলনা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ বদরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা। আরো উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃসেলিম সুলতান বটিয়াঘাটা, দাকোপ ও রুপসা খুলনা, সাংবাদিক মোঃ সোহরাব হাসান মুন্সী ও ইমরান হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য, বাংলাদেশ নৌ পুলিশের সদস্য বৃন্দ, সহকারী মৎস্য অফিসার সহ স্থানীয় মৎস্যজীবীবৃন্দ। আলোচনা সভায় জেলেদেরকে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ মৌসুমে নদী হতে ইলিশ মাছ আহরণে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।