
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক :
“আমি কন্যা শিশু” স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বটিয়াঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নী।আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত ঈভান, বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা রুনা আক্তার সুমি,উপসহকারী প্রকৌশলী পিআইও অফিস, মোঃ আশরাফুল হাছান, ব্রাকের উপজেলা এরিয়া ম্যানেজার বেলাল হোসেন,জাইকার অফিসার খায়রুল বারী,সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন মুন্সি, মোঃ ইমরান হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।এসময় পৃরথান অতিথি বলেন,”আপনারা জানেন,এক সময় কন্যা সন্তানদের জীবন্ত মাটিতে পুতে মারা হতো, তাদেরকে পন্য,দাষ হিসেবে বিক্রি করা হতো। সেই জায়গা থেকে সব জায়গায় নারীদের মর্যাদা দেয়া হয়।কন্যা শিশুদের কোন ভাবেই শিক্ষা থেকে পিছিয়ে রাখা যাবে না।সকল ধর্মেই নারীদের মর্যাদার কথা বলা আছে।সকলকে এবিষয় খেয়াল রাখতে হবে।”