
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক,
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় বটিয়াকাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। শীতকালীন শাক সবজির সার ও বীজ ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,ধ্রুবজ্যোতি সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,অঞ্জন কুমার বিশ্বাস,উপ সহকারী কৃষি কর্মকর্তা।জীবানন্দ রায়, আব্দুল হাই খান,কমলেশ বালা,প্রতাপ বালা,দীপন কুমার হালদার,মোস্তাফিজুর রহমান। বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।