
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
শনিবার ১৮/১০/২৫ বিকাল ৩টায় বটিয়াঘাটা জামায়াতে ইসলামী অফিসে পোলিং এজেন্ট প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত। প্রধান প্রশিক্ষক খুলনা ১ আসন পরিচালক অধ্যাপক আব্দুর রব, প্রশিক্ষন প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, খুলনা ১ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু ইউসুফ,দাকোপ থানা আমির মাওলানা আক্তারুজ্জামান,নির্বচননী কমিটির সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবির,বটিয়াঘাটা থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যান জেলা সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, বটিয়াঘাটা থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, দাকোপ থানা সেক্রেটারি ওয়াহিদুজ্জামান,হরিণ টানা থানা সেক্রেটার এডভোকেট মনিরুল ইসলাম,বটিয়াঘাটা মহিলা সভা নেত্রী নাসিরা সুরতানা,দাকোপ, বটিয়াঘাটা,লবণচরা, হরিনটানা, ৪টি থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন সভাপতিও সভানেত্রী গান ও উপস্থিত ছিলেন।