
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক,
বুধবার সন্ধ্যায় নদী ভাঙ্গনের খবর শুনে তাৎক্ষণিক ছুটে যান
মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, আজ তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার এলাকার হঠাৎ নদীভাঙন নদী গর্বে বিলীন হয়ে যায় মানুষের চলাচলের জন্য একটি মাত্র ওয়াফদা রাস্তা, রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের ব্যবস্থা করা ও ফসলাদীরক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। জনগণের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।”
বাংলাদেশজামায়াতইসলামী খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা #তিলডাংগা #বটবুনিয়া #ভাঙন আকস্মিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে, জনগণের পাশে নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন মাওলানা আবুইউসুফ