
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
গতকাল খুলনা জেলার দাকোপ থানার পানখালী ইউনিয়নের মৌখালি ও কাঁটাবুনিয়া ওয়ার্ল্ডের বিএনপির সেক্রেটারি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ এর হাতে ফুল দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নির্বাচনী গণ সংযোগ কালে পথসভায় উক্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকারীরা বলেন আমরা অনেক কিছু বুঝেশুনে আজকে ইসলামের পথকে সুগাম করার জন্য নেই ইনসাফ ভিত্তিক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম। এ সময় সকলকেফুলের মালা দিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নেন খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু ইউসুফ,তিনি সকলের পাশে থেকে দাকোপ -বটিয়াঘাটা বাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। যোগদান কারীদের কয়েকজনের নাম নিম্ন দেওয়া হলো। হাফিজুর রহমান, জাহিদুর রহমান, মোতালেব মোল্লা হালিম গাজী, হানজালা গাজী, গোলাম গাজী, মফিজুর রহমান, জাহিদ শেখ প্রমূখ।