
স্টাফ রিপোর্টার
,খুলনার বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি রবিউল ইসলাম রবি ও বিএনপি কর্মী হাবিবুর রহমানের বিরুদ্ধে শৈলমারি মৌজার মধ্যে এস এ ২০ ও ২৪ নং খতিয়ানের আবুল হাসান হৃদয় ও আবুল কালাম এর ক্রয় কৃত জায়গা জোরপূর্বক দখল করে মৎস ঘের করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। বিএনপি-নেতা রবি ও হাবিবুর এর বিরুদ্ধে। এবিষয়ে ৭ নং ওয়াল্ড বিএনপি সভাপতি অশোক মন্ডল ভিডিও সাক্ষাৎকারে বলেন, রবি অন্যের জায়গা জোরপূর্বক দখল করে ঘের ভেড়ী করেছেন এ বিষয়ে আমি জানি । জমি দখলের বিষয়ে রবিউল ইসলামের কাছে সরাসরি জানতে চাইলে উনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে বলেন, আমরা যাদের জায়গায় মৎস্য ঘের করেছি তাদের কাছ থেকে অনুমতি নিয়েছি তবে লিখিত কোন অনুমতি ছাড়াই আমরা সেখানে মৎসকের করেছি। আমার সঙ্গে হাবিবুর রহমান হাবিব ও জড়িত রয়েছেন। হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে উনি বলেন আমাদের ঘেরের মধ্যে যাদের জায়গা রয়েছে আমরা তাদের কাছ থেকে লিখিত অনুমতি না নিলেও মৌখিকভাবে অনুমতি নিয়েছিলাম কিন্তু এখন মনোমালিন্যের জন্য তারা না স্বীকার করছে। তারা যদি চায় আমরা তাদের জায়গা ছেড়ে দিব।