
নিজস্ব প্রতিবেদক
খুলনা বটিয়াঘাটা ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বটিয়াঘাটা গ্রামের মৃগাংক সরকার এর স্ত্রী অপু সরকার নামে এক নারীর গায়ে হাত তুলেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৫ টার দিকে এ নিয়ে ২৯/০৯/২৫ তারিখে বটিয়াঘাটা থানায় একটি জিডি হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, বিবাদী বাধন সরকার (২২) ও নিহারীকা সরকার (৩৯) পূর্ব শত্রুতার জের ধরে ২৯/০৯/২৫ তারিখ আজ বিকাল ভিকটিম অপু সরকার এর বাড়ীর উঠানে অনুমান বিকাল ৫টার সময় যেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকলে অপু সরকার ঘর থেকে উঠানে এসে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী’রা গায়ে এলোপাতাড়ী কিল ঘুষি মারতে থাকলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় নানাবিধ হুমকি দিয়ে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে আজ বটিয়াঘাটা থানায় একটি জিডি হয়েছে।
পরবর্তীতে সন্ধ্যা ৬.২৩ টার দিকে ০১৭৪০৬২৫৭১২ নম্বরে ফোন কলে বিষয়টি জানতে চাইলে বাবলু সরকার বলেন, তিনি বিবাদীর পিতা ও স্বামী এবং আরও বলেন যে তিনি বাড়ীতে নেই, খুলনাতে। তিনি বলেন, সুপারি বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে ঘটনাটি ঘটেছে। তবে তিনি বলেন সম্ভবত তার স্ত্রী নিহারীকা’র ধাক্কায় ভিকটিম অপু সরকার পড়ে গেছে। তখন আমাদের প্রতিনিধি জিজ্ঞাস করেন, আপনি খুলনা তাহলে জানলেন কিভাবে আপনার স্ত্রী নিহারীকার ধাক্কায় অপু সরকার পড়ে গেছে। তখন তিনি বলেন আমার ধারনা। তখন আমাদের প্রতিনিধি বলেন, ভিকটিম অসুস্থ তা জেনেও ধাক্কা মেরে ফেলে দিলো। তখন তিনি থেমে যান।