খুলনা, বাংলাদেশ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শনিবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান
  খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ
  যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক.
  নিখোঁজের একদিন পর গাজীপুরের খতিবকে গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার.
  থানা পুলিশের নিকট হইতে শিশুটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন.
  মাত্র ২০ টাকার বিরোধে বন্ধুর হাতে নিহ’ত- হত্যাকারী গ্রেফতার.
  ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নিসচা’র উদ্যােগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
  খুলনার মুজগুন্নীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি.
  গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ
  তানোরের কচুয়া আইডিয়াল কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, দীর্ঘ ২৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

মোংলায় রাতের আঁধারে ড্রেজিংয়ের বালু ফেলে চিংড়ি ঘের ভরাট, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ক্ষতিগ্রস্তদের অভিযোগ 

[ccfic]

মোংলা প্রতিনিধি : মোংলার জয়মনি ও কাটাখালী এলাকায় রাতের আঁধারে কয়েকটি চিংড়ি ঘের ড্রেজিংয়ের বালু ফেলে ভরাটের অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বালু ভরাটের ফলে ওই চিংড়ি ঘেরগুলোর কয়েক লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছুটে এসে বালু ভরাট বন্ধ করতে লিখিত অভিযোগ দিয়েছেন। মোংলা থানায়ও অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষী শ্যামল অধিকারী, বিপুল মন্ডল, বিধান মন্ডল, আঃ জববার বেপারী, আবুল কালাম হাওলাদার, আবুল তালুকদার, লালমন বিবি ও আব্দুল মান্নান তালুকদার বলেন, উপজেলার জয়মনিরঘোল ও কাটাখালী এলাকায় বিএস খতিয়ান-৩০, ৩৫, ৪১, ১১০, ১১৬, ১৪৮, ১৬২, ২০১, ৩২১, ৩০৮:৫৭,৪০ ২,৪২৪, ৪২৫,৪৫৬ ও ৫১৭,৫১৯ দাগের চিংড়ি চাষ করা জমিতে এ,জেড নামের একটি ড্রেজিং কোম্পানি রাতের আঁধারে নদীর বালু ফেলে ভরাট করে ফেলে। এতে তাদের কয়েক লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। তবে বালু ফেলতে বাঁধা দিলে তাদের কথা শোনেনি কোম্পানিটি। তাই এখন জমিতে বালু ফেলা বন্ধ করাসহ ভরাটকৃত জমির ক্ষতিপূরণ পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে ড্রেজার কোম্পানি এ,জেড ড্রেজিং কোম্পানির স্থানীয় প্রতিনিধি আফসার উদ্দিন বলেন, এ বিষয়ে জানতে হলে আমাদের অফিসে যোগাযোগ করেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে বিধান মন্ডল বলেন, কোন কিছু না জানিয়ে রাতের আঁধারে এ,জেড ড্রেজিং কোম্পানি তাদের মাছের ঘের কেটে ড্রেজিংয়ের বালু ফেলে ভরাট করে ফেলে। এতে তার তিন লাখ টাকার মাছ মরে ক্ষতি হয়েছে। একটি এনজিও থেকে ঋন নিয়ে মাছ চাষ করছিলেন তিনি। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম ‘! আবুল কালাম হাওলাদার বলেন, ‘রাতের আঁধারে তার জমিতে বালু ফেলে মাছের ঘের ভরাট করে দিয়েছে এ,জেড কোম্পানি। এ সময় তাদের লোকজনকে বাঁধা দিলে তারা কথা শোনেনি। ড্রেজিংয়ের কোম্পানি কোন অধিকারে অন্যের জমিতে বালু ফেলে এমন ক্ষতি করল? আবুল হোসেন হাওলাদার বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে জীবিকা চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ গত রাতে এ,জেড ড্রেজিং নামের একটি কোম্পানি তাদের কিছু না জানিয়ে মাছের ঘেরে বালু ফেলে ভরাট করে দিয়েছে। এ,জেড ড্রেজিং কোম্পানির বিচার এবং তাদের ক্ষতিপূরণ চান তারা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি মাছের ঘের কেটে বালু দিয়ে ভরাট করা হয়েছে। এছাড়া ড্রেজিংয়ের বালুর চাপ পাশ্ববর্তী এলাকায় গিয়ে ভরাট হয়েছে কৃষি জমিও। নাম প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন  জানান, এসব জমি ভরাট করা হচ্ছে, বিক্রির বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে তাদের। উপজেলার বিভিন্ন স্থান জুড়ে যেভাবে ভরাট হচ্ছে কৃষি জমি এভাবে চলতে থাকলে আর ফসল করা সম্ভব হবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি। মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশের নজরদারী রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT