খুলনা, বাংলাদেশ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন কারাগারে শনিবার থেকে বন্দী স্থানান্তর.
  শনিবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান
  খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ
  যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক.
  নিখোঁজের একদিন পর গাজীপুরের খতিবকে গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার.
  থানা পুলিশের নিকট হইতে শিশুটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন.
  মাত্র ২০ টাকার বিরোধে বন্ধুর হাতে নিহ’ত- হত্যাকারী গ্রেফতার.
  ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নিসচা’র উদ্যােগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
  খুলনার মুজগুন্নীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি.
  গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ

ক্ষণে ক্ষণে জয়ের আভাস দিয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশ মাত্র ১৬৯ রানের লক্ষ্য পেয়েছিল। তাতেও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না টাইগাররা। হারতে হয়েছে ৪১ রানে। ফাইনালে চলে গেছে ভারত। তবে ম্যাচজুড়ে ক্ষণে ক্ষণে জয়ের আভাস দিয়ে গেছে বাংলাদেশ।দ্বিতীয় ওভারে তানজিদ তামিমের উইকেট হারালেও সাইফ হাসান ও পারভেজ হোসেনের ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু ৪১ রানের মধ্যে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও জাকের আলীর উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছে তারা। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ইমন। সীমানার কাছে অভিষেক শর্মাকে ক্যাচ দেন তিনি। জাসপ্রিত বুমরাহকে ছক্কা মারা ইমন ১৯ বলে আউট হন ২১ রান করে। তাওহীদ হৃদয় হাত খোলার আগেই অক্ষর প্যাটেলের শিকার হন। ১০ বলে তিনি করেন মাত্র ৭।শামিম হোসেন সাধারণত ফিনিশিংয়ে নামেন। এদিন তাকে প্রমোশন দিয়ে পাঠানো হয় জাকের আলীর আগে। ৩ বল খেলে তিনি রানের খাতাই খুলতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে আউট হন বোল্ড হয়ে। অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ হাসান বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন।জাকের আলী রানআউট হওয়ার পর সাইফ ৩ চার ও ৪ ছয়ের মারে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিন বলের ব্যবধানে তার দুই ছয়ে বাংলাদেশ ১৩.৪ ওভারের মধ্যে ১০০ রানের মাইলফলকে পৌঁছে। সাইফউদ্দিন বোলিংয়ে ছিলেন সবচেয়ে খরুচে। ১ উইকেট নিলেও ৩ ওভারে তিনি দেন ৩৭ রান। ব্যাটিংয়েও সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। ৭ বলে ৪ রান করে আউট হন তিনি।১৭তম ওভারে টানা দুই বলে রিশাদ ও তানজিম সাকিবের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। রিশাদ সীমাকার কাছে ক্যাচ দিলেও সাকিব হন বোল্ড আউট। আউট হতে পারতেন তিনবার জীবন পাওয়া সাইফ হাসানও। তার ক্যাচ ছেড়ে দেন অভিশেক শর্মা। তিন বল পরে সাইফ ঠিকই আউট হন, বুমরাহর ওভারে অক্ষর প্যাটেল আর ক্যাচ মিস করেননি। ৫১ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৯ রান করেন তিনি। শেষ ১৬ বলে দরকার পড়ে ৫৩ রান, বাংলাদেশের জয়ের আশা কার্যত সেখানেই শেষ হয়ে যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT