
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) আগামী দিনের নির্বাচনী কার্যক্রম জোরদার ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, বারাকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলীম বিশ্বাসসহ সদর ইউনিয়ন ও ১নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
