
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ভারতীয় আড়াই শতাধিক সটগানের গুলি সহ এক যুবক আটক করেছে র্যাব।
রবিবার বিকেলে জেলার সদর উপজেলা আব্দুর জহুর সেতু এলাকায় আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব অভিযান পরিচালিত করে ট্রাকে পরিবহন করার সময় একটি ব্যাগ সহ এক যুবক কে আটক করে।
পরে ব্যাগে রাখা ভারতের তৈরী করা সটগানের সিসার গুলি ৬ টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ৪-৫ টি করে কসটিপ দিয়ে মোরানো আর প্রতি প্যাকেটে ১০টি করে গুলো রয়েছে।
এর সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের এএসপি কপিল দেবগাইন।
