
খুলনার সময়ের খবর ডেক্স :
পুড়ে ছাই একাধিক গাভী ও গরু, এলাকায় চরম আতঙ্ক
খুলনার হরিণটানা এলাকার রিয়াবাজারে ব্যক্তিগত শত্রুতার জেরে এক নিরীহ খামারির গবাদিপশুর গোয়ালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুনে গোয়ালে থাকা গাভী ও গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে গভীর রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোয়ালঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেলে আশপাশের লোকজন ছুটে আসে। তবে ততক্ষণে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা গবাদিপশুগুলোকে আর রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত খামারি জানান, তার সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে গোয়ালঘরসহ গবাদিপশু সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরীহ গবাদিপশু পুড়িয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে।
