
নিজস্ব প্রতিবেদক /”অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যেকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হচ্ছে। আজ ০৮ মার্চ শনিবার সকালে বসন্তের রৌদ্র উজ্জ্বল স্নিগ্ধ সকালে বয়রা পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশের নানা আয়োজনের মধ্যদিয়ে “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ০৯:৩০ টায় নগরীর বয়রা বাজার মোড় হতে পুলিশ লাইন্স পর্যন্ত এক বর্ণাঢ্য র্যা লি সড়ক প্রদক্ষিণ করে।পরে পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। শুরুতেই পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রের যে সামগ্রিক উন্নয়ন, সে উন্নয়নের কোন কিছুই নারীর অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। মেয়েরা যেমন সংসারের কারিগর তেমনি এই সমাজ বা রাষ্ট্রের কারিগর। সমাজে নারীদের অবদান অনেক বেশী। একটি পরিবার, সমাজ তথা একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। কোনো বৈষম্য করা যাবে না।এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নারী পুলিশ সদস্যগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা সর্বক্ষেত্রে নারীদের মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন, ডিসিবৃন্দ-সহ বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।