খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
  গাজায় হামলায় নিহতের সংখ্যা ৫০৯০০ ছাড়িয়েছে
  নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক
  বয়রায় প্রেমিকার সাথে দেখা করতে এসে মেয়ের অন্য প্রেমিকের ছুরি আঘাতে দেখা করতে আসা প্রেমিক গুরুতর জখম
  কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অত্যাচারের শিকার।
  কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
  বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় খুলনা জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় 
  পাইকগাছায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাইকগাছায় হেফাজতে ইসলাম ও  আহলে হাদিস সংগঠনের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ 

[ccfic]

 মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:গাজায় ইসরায়েলি কতৃক ফিলিস্তিনি মুসলিমদের  নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ এবং বিকালে হেফাজতে ইসলাম পাইকগাছা উপজেলা শাখা এবং  আহলে হাদিস সংগঠন পৃথক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিকালে হেফাজতে ইসলামের একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এর আগে পৌরসভা মাঠে শহিদ মিনার চত্বরে সংগঠনের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি কুদরত উল্লাহ’র সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়াইস আহমেদ, পৌর সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম, মাওলানা আকবর হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওলানা আব্দুল করিম, আব্দুল ওহাব, আবুল কালাম, আমানউল্লাহ, হাফেজ আব্দুস সবুর, মুফতি আব্দুর রহিম, মাওলানা সাঈদুর রহমান, আসাদুর রহমান, মুফতি বজলুর রহমান, সাইফুল ইসলাম, মোজাম্মেল হুসাইন, আব্দুল গফফার, অধ্যক্ষ আজহার আলী, মাওলানা আমির উল্লাহ, দ্বীন মোহাম্মদ, নূরে আলম সিদ্দিকী, ইয়াসমিন আহমেদ, হালিমুল ইসলাম, জামাল উদ্দিন, মুফতি রাহাত উদ্দিন ও হাবিবুর রহমান।

অপরদিকে জুম্মাবাদ আহলে হাদিস সংগঠনের  বিক্ষোভ মিছিল টি সরল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। পরে জিরো পয়েন্ট চত্বরে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, ইমাম আসাফুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আসাদুল ইসলাম, অলিউর রহমান, সেলিম জাহাঙ্গীর সুমন, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আসাবুর রহমান শিমুল, জাহিদুর রহমান, ফয়সাল সরদার, আরিফুল ইসলাম রনি, আব্দুল্লাহ গাজী, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুল করিম জোয়ার্দার, গফফার জোয়ার্দার, নাসির গোলদার, কেসমত গাজী ও আছাবুর রহমান জোয়ার্দার। সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান। একই সাথে ইসরায়েলী পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT