
শেখ তৈয়ব আলী পর্বত, খুলনা।ফাল্গুন চৈত্র এই গরম মৌসুমের ফসল ইরি ধানের উপর নির্ভরশীল সকল কৃষক। খুলনা কইয়া বাজার জেলের ডাঙ্গা টিয়া বুনিয়া বিলে আব্দুল হান্নান নামের একজন গরিব কৃষক এর কষ্টের ফসল গরম মৌসুমের ইরি ধানে মুকুল আসার আগেই ১০ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টার দিকে পারিবারিক কলহের রেশ ধরে হোসনে আর বেগম এবং মালেকা বেগম নামের দুইজন মহিলা আব্দুল হান্নানের ধান জোর করে কেটে এবং তার ঘেরের মাছ নষ্ট করে এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।টিয়া বুনিয়া বিলের মালিক সমিতির সভাপতির সাথে কথা বলে জানা যায় আব্দুল হান্নান একজন গরীব কৃষক সে হাসনাত আরা বেগম নামের একজন জমির মালিক তার নিকট হইতে এক একর সম্পত্তি তিন বছরের জন্য নগদ অর্থ দিয়ে হারি নেয়। হাসনাত আরা বেগমের পারিবারিক কলহ থাকায় তার দুই বোন হারি দেওয়া ওই সম্পত্তি দাবি করেন এদিকে তার বোন হাসনাতারা জমি দিতে অস্বীকার করায় হাঁরিতে ঘের নেওয়া মালিক আব্দুল হান্নানের কষ্টের ফসল ইরি ধান কেটে বিনষ্ট করে এবং তার ঘেরের মাছ মেরে নষ্ট করে ফেলে এরপর আব্দুল হান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ডুমুরিয়া থানায় একটি জিডি করেন।অবশেষে ঘের মালিক আব্দুল হান্নান প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবি জানান।