
পরেশ দেবনাথ কেশবপুর যশোর :কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল-২৫) বিকেলে প্রতিষ্ঠানের কার্যালয়ে সমিতির সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও সিনিয়র ক্রেডিট অফিসার আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সেলিম চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল হান্নান, অ্যাডভোকেট আব্দুল মজিদ, কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সভাপতি এডভোকেট মিলন মিত্র, এডভোকেট হাবিবুর রহমান, বড়েঙ্গা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, প্রভাষক মহাদেব কুমার কুন্ডু, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত সিংহ, আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর উত্তম কুমার সাহা, সহকারি পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা, সদস্য গোলাম কিবরিয়া প্রমূখ।