
কয়রা উপজেলা প্রতিনিধি :
খুলনার কয়রায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়,
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) সকাল( ১২) টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মশালা ,সভাপতিত্ব,করেন কয়রা উপজেলার নির্বাহী,কর্মকর্তা জনাব রুলি বিশ্বাস উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কয়রা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কয়রা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ রাজেদ আলী , বাংলাদেশ জামায়াতে আমির কয়রা উপজেলার মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ , কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী , কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, কয়রা গনঅধিকার পরিষদ এর সভাপতি জিএম ইয়াছিন আলী।