
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :খুলনার ফুলতলা থানা পুলিশের নিকট_ বৃহস্পতিবার ২৩ অক্টোবর -আরাফাত নামের (৪) বছর বয়সী এই শিশুটিকে পাওয়া গেছে।শিশুটি -পিতার নাম বলেছে পারভেজ, মায়ের নাম হালিমা শুধু এতোটুকুই বলতে পারছে।তবে বাড়ির ঠিকানা বলতে পারছে না। বর্তমানে শিশুটি ফুলতলা থানায় রয়েছে।শিশুটি তার পরিবারের নিকট ফিরে যেতে সহযোগিতা কামনা করছি দেশবাসীর প্রতি।
