
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ফরিদপুরের আলফাডাঙ্গায় মাত্র ২০ টাকা নিয়ে বিরোধের জেরে বন্ধুর হাতে নি-হ-ত হলো মাদরাসাছাত্র আমির হামজা (১৩)।তথ্য সুত্রে জানা গেছে, সহপাঠী ফরহাদ রেজা (১৬) তার কাছ থেকে ৫০ টাকা ধার নিয়ে ৩০ টাকা ফেরত দিয়েছিল। বাকি ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গলা টিপে হ-ত্যা করে হামজাকে।পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী কিশোরকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি কাঁথা সূত্র ধরে রহস্য উদ্ঘাটন করা হয়।এ ঘটনায় হামজার বাবা সায়েমউদ্দিন বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছেন।
