
মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীকে ঘিরে দিঘলিয়া উপজেলায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী সাংবাদিকদের বলেন, “আপনারা যখন কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকেই আমরা আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না, ভবিষ্যতেও করবে না।”
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের মতামত ও প্রত্যাশা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দিঘলিয়া উপজেলার তেতুলতলায় অবস্থিত হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার ২নং ওয়ার্ড ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী খান বলেন, “আমাদের দল নির্বাচিত হলে দিঘলিয়া উপজেলার দীর্ঘদিনের ফেলে রাখা কাজগুলো বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, নারীদের সম্মান ও নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন মৌলিক সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পলাশ মোল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আফজাল শেখ, মো. খলিলুর রহমান শেখ, মোশারফ হোসেন (সভাপতি, শ্রমিক দিঘলিয়া ইউনিয়ন), আমিরুল ইসলাম, আব্দুর রহিম, ইসলাম মোড়ল, নুর ইসলাম মোড়লসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
