
বটিয়াঘাটা প্রতিনিধি,
বটিয়াঘাটার খড়িয়ার গেট থেকে একটু সামনে রবিবার সকাল পাঁচটার সময় দ্রুতগামী একটি ট্রাক নসিমনকে পিছন থেকে অতিক্রম করতে গেলে নসিমনের পিছনে ধাক্কা লেগে, ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। ও একজন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকলে কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির নাম গোবিন্দ রায়, পিতা-খগেন্দ্রনাথ রায়, গ্রাম-বুনারাবাদ, এছাড়া ৮/ ১০ জন আহত হয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় ধান কাটার উদ্দেশ্যে নছি মনে করে নিহত ও আহত ব্যক্তিরা বটিয়াঘাটা থেকে চন্দ্রনিমহলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।ঘাতটক ট্রাক টি দ্রুত পালিয়ে যায়। খুলনা টু চালনা রোডে প্রায়ই ট্রাকের সাথে এধরণের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। ট্রাকগুলো খুবই বে পরোয়া গাড়ি চালিয়ে থাকে।