খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
  গাজায় হামলায় নিহতের সংখ্যা ৫০৯০০ ছাড়িয়েছে
  নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক
  বয়রায় প্রেমিকার সাথে দেখা করতে এসে মেয়ের অন্য প্রেমিকের ছুরি আঘাতে দেখা করতে আসা প্রেমিক গুরুতর জখম
  কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অত্যাচারের শিকার।
  কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
  বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় খুলনা জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় 
  পাইকগাছায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে হামলার স্বীকার সাংবাদিক সোহেল পারভেজকে খুলনায় রেফার্ড

[ccfic]

পরেশ দেবনাথ, স্টাফ রিপোর্টার

কেশবপুরে হামলার স্বীকার সাংবাদিক সোহেল পারভেজকে গত এক সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল-২৫) তিনি ওই দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ শয্যা হাসপাতাল) ভর্তি হয়েছেন। তার পিতা আলহাজ্ব শাহাদাৎ হোসেন জানান, ছেলে সোহেল পারভেজের শারীরিক অবস্থা ভাল না। এখান থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়ায় সেগুলো করা হয়েছে এবং ফলাফল এখনো পাইনি। তিনি তার ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।গত শুক্রবার (১৮ এপ্রিল-২৫) রাতে তার গ্রামের বাড়ি মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকায় কিছু সন্ত্রাসী গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ-সহ মারপিট করলে দারুণ অসুস্থ অবস্থায় তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল পারভেজ বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে (২৪ এপ্রিল-২৫) কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং ২৪। এজাহার সূত্রে জানা যায়, দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি, কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মফস্বল সম্পাদক ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করার অপরাধে এই সন্ত্রাসী হামলার স্বীকার হন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল২৫) বিকেল ৪ টায় হামলার প্রতিবাদে কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার সম্পাদক রুহুল আমীন খান-এর আয়োজনে ত্রিমোহীনী মোড়ে এক মানববন্দন অনুষ্ঠিত হয়।
এ ধরনের জঘন্য ঘটনার তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে মানববন্দনে বক্তব্য রাখেন, সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার সম্পাদক রুহুল আমীন খান, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, সাংবাদিক সোহেল পারভেজের পিতা শাহাদাৎ হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন, কেশবপুর খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, যুগ্ম-সাধারণ সম্পাদক মানব মন্ডল, দৈনিক প্রথম আলো কেশবপুর উপজেলা প্রতিনিধি দিলীপ মোদক, দৈনিক আজকে সংবাদ পত্রিকার প্রতিনিধি পরেশ দেবনাথ, দৈনিক সত্যপাঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আবুবক্কার সিদ্দিক, কেশবপুর খেলাঘরের কর্মী রবিন দাস, সোহেল পারভেজের স্ত্রী ও পুত্রদ্বয়-সহ খেলাঘর আসরের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT