
রূপসা (খুলনা) প্রতিনিধি:
রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব প্রফেসর আব্দুর রশিদ সকলকে কাঁদিয়ে ২০২৪ সালের ১৬ এপ্রিল পৃথিবী থেকে তিনি চিরবিদায় নেনlতিনি রুপসা উপজেলার কাজদিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তানl ১৯৭২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগে মাস্টার্স সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। পেশাজীবনে খুলনা শহীদ সোহরোওয়ার্দি কলেজ-এ অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন। এরপর পরিবারের ঐতিহ্য হিসাবে ব্যবসায় যুক্ত হন।তাঁর মানবিক স্বভাব ও পরোপকারী মনোভাবের জন্য সকল শ্রেণী-পেশার মানুষ তাকে শ্রদ্ধা ও সম্মান করতেনlএকজন ব্যবসায়ী হিসাবে তিনি সল্প-আয়ের মানুষের ঘর নির্মাণ কাজে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য সু-পরিচিত ছিলেন, এবং এই অঞ্চলের মানুষ এজন্য তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।এই গুণী মানুষটি সামাজিক কাজে নিঃস্বার্থভাবে অগ্রণী ভূমিকা রেখেছেন; এর মধ্যে রূপসা নদীতে ফেরিঘাট স্থাপন, আঠারোবাকি নদী তীরের মানুষের ভূমি রক্ষা, এলাকায় সামাজিক নিরাপত্তা রক্ষায় সিভিল ডিফেন্স দলগঠন ও প্রশিক্ষণ প্রদান, সামাজিক সালিসি এবং অসংখ্য সামাজিক উন্নয়ন সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল মধ্য অন্যতম।
তিনি দীর্ঘ দশ বছর অত্যন্ত সুনামের সাথে দুর্নীতি দমন কমিশনের অধীন রুপসা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেনl তাঁর কৃতিত্বের স্বাক্ষর সরূপ তিনি অসংখ্যবার জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেনl
প্রবীন এই শিক্ষাবিদ ও মানবিক ব্যক্তিত্ব তাঁর নানা অবদানের জন্য এই অঞ্চলের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর আব্দুর রশিদ সাহেবের আজ প্রথম মৃত বার্ষিকী l
এই উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় l