খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
  গাজায় হামলায় নিহতের সংখ্যা ৫০৯০০ ছাড়িয়েছে
  নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক
  বয়রায় প্রেমিকার সাথে দেখা করতে এসে মেয়ের অন্য প্রেমিকের ছুরি আঘাতে দেখা করতে আসা প্রেমিক গুরুতর জখম
  কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অত্যাচারের শিকার।
  কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
  বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় খুলনা জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় 
  পাইকগাছায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি’র অনন্য উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণঃ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে এক মহতী উদ্যোগ নেয়া হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদান করবে।২৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীকে যানজটমুক্ত রাখতে ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩০০ ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিক এবং ১৫০ জন ইজিবাইক চালক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদর্শন কুমার রায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করতঃ বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারী চার্জিং পয়েন্ট মালিক এবং ইজিবাইক চালকদের মধ্য থেকে অনেকেই যানজটমুক্ত নগরী গড়তে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা নগরবাসীকে বাংলাদেশের মধ্যে যানজট মুক্ত সুশৃংখল একটা শহর উপহার দিতে চাই। একটা পরিবর্তন আনা সম্ভব, যদি ইজিবাইক ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা নিয়ম কানুন ফলো করেন। প্রাথমিকভাবে ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। এখানে ইজিবাইক থাকবে কিন্তু যানজট থাকবে না, ইজিবাইক চললে নগরবাসী উপকৃত হবে, অল্প খরচে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যেতে পারবে। তিনি বলেন এই উদ্যোগকে সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT