
নিজস্ব প্রতিবেদক
খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম ১৬ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে খুলনা থানাধীন বার্মাশীল রোড এলাকায় অভিযান চালিয়ে ১) সোহেল বিশ্বাস(২৪), পিতা-মোঃ দুলু বিশ্বাস, সাং-ভায়নার মোড়, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, এ/পি সাং-গোবরচাকা মধ্যপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে গ্রেফতার করে। তার হেফাজত হতে ১ টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১১, তাং-১৫/০৪/২০২৫ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে। সিডিএমএস এবং থানার রের্কড পত্র যাচাই করে আসামী সোহেল বিশ্বাসের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ১০ টি মামলার তথ্য পাওয়া গেছে।