
-
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও পান্তা-ইলিশের অনুষ্ঠান দিঘলিয়ার সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোমবার পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে ও সৈয়দ জাহিদুজ্জামান এবং শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন হোসেন বার্তা সম্পাদক দক্ষিণাঞ্চল প্রতিদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলি হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মোঃ সেলিম হোসেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর আলম। এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইব্রাহিম হোসেন প্রভাষক দৌলতপুর মুহাসিন মহিলা মহাবিদ্যালয়, আবিদ আজাদ, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাংবাদিক বাবু সৌমিত্র কুমার দত্ত, বেনজির আহমেদ মুকুল, মোঃ জাহিদ হোসেন প্রমুখ।