খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
  গাজায় হামলায় নিহতের সংখ্যা ৫০৯০০ ছাড়িয়েছে
  নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক
  বয়রায় প্রেমিকার সাথে দেখা করতে এসে মেয়ের অন্য প্রেমিকের ছুরি আঘাতে দেখা করতে আসা প্রেমিক গুরুতর জখম
  কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অত্যাচারের শিকার।
  কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতি লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
  বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় খুলনা জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় 
  পাইকগাছায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঈদ-উল-ফিতর উপলক্ষে র‍্যাব-৬ এর সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার

[ccfic]

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )

্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ, প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপন করতে র্যাব সাধারণ মানুষের পাশে সদা তৎপর থেকেছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬। পবিত্র ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকল্পে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২৯ মার্চ ২০২৫ দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক খুলনা শহরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড,নিউ মার্কেট এলাকা,রেলওয়ে স্টেশন,খুলনা সার্কিট হাউজ ঈদগা ময়দান,খুলনা লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন গুরু্ত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT