
নিজস্ব প্রতিবেদক //বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির ও জামায়াত ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি। দল-মত ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে একসাথে মিলেমিশে বসবাস করবে।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, সকল ধর্মের মানুষ তাদের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে।তিনি আরো বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।তিনি আজ বিকেলে রূপসার উপজেলার গিলাতলা-গোয়ালবাথান ওয়ার্ড জামায়াতে ইসলামির উদ্যোগে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির কমিটি ও হিন্দুধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীপক কুমার দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন জামায়াত ইসলামির আমির অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল।টিএসবি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতের দক্ষিন খাজাডাঙ্গা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার, গিলাতলা ওয়ার্ড সভাপতি তামিম বাদশা, মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন কুমার হালদার, গোবিন্দ আশ, খোকন অংশ, প্রবীর নন্দী, পীযূষ পাল, বলরাম আস, মানিক কুমার পাল, সুভাষ হালদার, গোবিন্দ কুমার, অনিমেষ আশ, সঞ্জয় দত্ত, সুধীর কুমার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান, ওলামা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, তালতলা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম, পাঁচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন, আকরাম হোসেন, মনিরুজ্জামান, রফিক, তানভীর প্রমুখ।