
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাটির নীচে লুকানো ফেনসিডিল ও বিদেশী মদসহ ১ জন মাদককারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া থেকে মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
গ্রেফতার মোঃ রিপন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া গ্রামের মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে ।
গ্রেফতার আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
