খুলনা, বাংলাদেশ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক।
  ডুমুরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
  রূপসায় দু”র্বৃত্তদের গু”লিতে যুবক নি”হত.
  নৌকা থেকে পড়ে যাওয়ার ৬ দিন পর পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে লা’শ উদ্ধার
  বিএনপির এমপি প্রার্থীর ভাতিজাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক
  ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক মিটিং অনুষ্ঠিত
  হায়রে লোভী মানুষ, আমাকে পাকতে দিলি না।
  কেশবপুর উপজেলায় স্থায়ী জলাবদ্ধতায় সংকটে পড়েছে ১২টি গ্রামের হাজারো 
  কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
  খুলনায়- স্কুল ছাত্র রূপসা নদীতে পড়ে নিখোঁজ.

গণভোট ২০২৬ সফল করতে দিঘলিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
আগামী গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ নেভি অফিসার লেঃ কমান্ডার আশফাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা,ওসি (তদন্ত) প্রবির কুমার বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, “গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পায়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণভোট আয়োজনের জন্য প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, গণভোট সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ ও নিরপেক্ষ প্রচারণা নিশ্চিত করতে হবে।
সভায় গণমাধ্যমকর্মীরা গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। এ সময় গণভোটের দিন ভোটারদের করণীয়, ভোট প্রদানের নিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোট ২০২৬ সফল করতে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT