
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর টিনের চাল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি পড়ায় ওই ভবনে শিক্ষা কার্যক্রমে নানামুখী সমস্যা দেখা দিচ্ছে।চার কক্ষবিশিষ্ট ভবনটি বিজ্ঞানাগার, ঐচ্ছিক বিষয়ভিত্তিক ক্লাস ও নৈশপ্রহরীর বিশ্রামের জন্য ব্যবহার করা হয়। কিন্তু টিনের চাল এতটাই ক্ষতিগ্রস্ত যে দিনের বেলায় সূর্যের আলো চাল ভেদ করে কক্ষে প্রবেশ করলে মনে হয় যেন লাইট জ্বলছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে ভবনটি নির্মিত হয়। এরপর ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানে চালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোনো সহযোগিতা মেলেনি। পরে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে আংশিক সংস্কার করা হয়। কিন্তু কয়েক বছর ধরে পুনরায় আবেদন জানানো সত্ত্বেও সংস্কার কাজ হয়নি। ফলে বৃষ্টির দিনে শ্রেণিকক্ষ ব্যবহার করা কঠিন হয়ে পড়ছে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিজ্ঞানাগারে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বাধার সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।