
নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপে নিয়ম ভঙ্গের অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) যে চিঠি দিয়েছিল আইসিসি, তার তীব্র জবাব দিয়েছে পাকিস্তান। পিসিবির দাবি, দলের মিডিয়া ম্যানেজারকে দিয়ে ম্যাচ রেফারি ও টিম অফিসিয়ালদের বৈঠকের ভিডিও ধারণ করা কোনোভাবেই নিয়ম লঙ্ঘন নয়।ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, আইসিসিকে দেয়া মেইলে পিসিবি লিখেছে, দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডের অংশ এবং তার প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় প্রবেশাধিকার রয়েছে। তাই সেখানে তার উপস্থিতি নিয়ম ভঙ্গ নয়।পিসিবি আরও দাবি করেছে, নিয়ম অনুযায়ী মিডিয়া ম্যানেজার চাইলে ক্যামেরা বহন করতে পারেন। মেইলে বলা হয়, যদি মানসম্মত পরিচালনা পদ্ধতি লঙ্ঘিত হয়ে থাকে, তবে আইসিসির উচিত ছিল ম্যাচ রেফারির কাছ থেকে নিশ্চিত হওয়া যে বিষয়টি দুর্নীতিবিরোধী ইউনিটকে জানানো হয়েছে কি না।প্রসঙ্গত, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বৈঠক হয়। অভিযোগ ওঠে, পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি সেই বৈঠকের ভিডিও করেন। আইসিসির দাবি, তাকে আটকানো হয়েছিল এবং পাকিস্তান দল মাঠে না নামার হুমকিও দিয়েছিল। তবে পিসিবি এসব অভিযোগ অস্বীকার করছে।