
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইউরোপের কয়েকটি বড় বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েবসাইটে এই সাইবার হামলা চালানো হয়। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে তাদের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং এই ত্রুটি সারাতে কিছুটা সময় লাগবে। ইউরোপের বেশিরভাগ বিমান পরিবহন সংস্থাই কলিন্স অ্যারোস্পেসের পরিষেবা ব্যবহার করে থাকে, তাই সাইবার হামলার প্রভাব অনেক ব্যাপক হয়েছে। ইউরোপের সম্মিলিত বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, এই বিঘ্নের কারণে বিমান সংস্থাগুলোকে স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে রোববার রাত ২টার মধ্যে তাদের নির্ধারিত ফ্লাইটের অর্ধেক বাতিল করতে বলা হয়েছে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের খবরটি জানিয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, এই হামলার কারণে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখের মতো সব বড় বিমানবন্দরে বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হয়নি।