
নিজস্ব প্রতিবেদক //যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে ছিলেন।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ছোট একটি হাইড্রোলিক সমস্যার কারণে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় এক বিমানবন্দরে অবতরণ করেন। পরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিকল্প হেলিকপ্টারে গন্তব্যে পৌঁছান।এ ঘটনায় ট্রাম্প প্রায় ২০ মিনিট দেরিতে পৌঁছান। তবে তিনি ও মেলানিয়া নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি ঘোষণা করেন ট্রাম্প।