
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি সেনাবাহিনী নতুন সামরিক অভিযানের আগে গাজা সিটির ‘সকল বাসিন্দাদের’ অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল আগেই সতর্ক করেছিল, হামাস যদি তাদের হাতে থাকা শেষ বন্দিদের মুক্তি না দেয়, তবে গাজায় সামরিক হামলা আরও জোরদার করা হবে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে আইডিএফের মুখপাত্র বলেছেন, গাজা সিটিতে ‘প্রচণ্ড শক্তি’ নিয়ে অভিযান চালানো হবে এবং বাসিন্দাদের খুব দ্রুতই সরতে হবে।তিনি লিখেছেন, ‘প্রতিরক্ষা বাহিনী হামাসকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং গাজা সিটি এলাকায় অভিযান চালাবে।’গত মাসে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। সেখানে কয়েক লাখ ফিলিস্তিনি বাস করেন।