
মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার //খুলনা নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকায় বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান, দুটি কারখানা, একটি গ্যারেজ ও একটি রাজনৈতিক কার্যালয়সহ বহু সম্পদ পুড়ে গেছে।এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নী আ/৯ এলাকার ১৯ নম্বর রোডসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে অবস্থিত মো. আঃ হাই শেখের (৭০) বাড়ির পাশে আগুনের সূত্রপাত ঘটে।তাঁর ছেলে শাকিলের (২৭) মুদি দোকানের সামনের বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদি দোকান, ইলেকট্রিক সার্ভিস দোকান, দুটি ফ্রিজ, দুটি ইজিবাইক, তিনটি রিকশা, একটি মোটরসাইকেল, দুটি ছোট কারখানা ও একটি জামায়াতের স্থানীয় কার্যালয়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মো. ইমন (২৫) নামে এক যুবক দগ্ধ হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
