
নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ার বরাতিয়া ব্রিজ নামক স্থানে শুক্রবার ২৫ এপ্রিল সন্ধা সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে খর্ণীয়া ইউনিয়নের রানাই গ্রামের
আকবার হালদারের ছেলে আমান হালদার (১৭)ঘটনাস্থলে নিহত হয়েছে। একই গ্রামের খর্ণীয়া বাজারের চা বিক্রেতা কামরুলের ছেলে জাহিদ (১৭) মারাত্মক জখম হয়েছে।আসংখ্যাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় আনুমানিক সন্ধা সাড়ে ৭ টার দিকে আমান ও জাহিদ মোটর সাইকেলে যোগে চুকনগর যাওয়ার পথে অজ্ঞাত নামা ট্রাক পিছনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেসময়ে আমানের মাথায় আঘাত লেগে মাথা থেকে মগজ বের হয়ে যায় ও জাহিদ গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।