
রায়হান শেখ, মোল্লাহাট,বাগেরহাট (প্রতিনিধি) বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন ২ নং চুনখোলা ইউনিয়নের কাঁচনা গ্রামের পার্থ টিকাদার (০৬) টলার টেম্পু সঙ্গে পাকা রাস্তায় পারাপারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ১৫/০৯/২৫ ইং তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার হতে সকাল অনুমান ১০:৩৫ ঘটিকার মধ্যে যে কোনো সময়, মোল্লাহাট থানাধীন ২নং চুনখোলা ইউনিয়নের কাচঁনা গ্রামে পার্থ টিকাদার (০৬) (পেশা ছাত্র ),পিতা নৃপেন টিকাদার,সাং কাচঁনা, থানা:-মোল্লাহাট, পাশে রকিত মোল্লা (৪৫) পিতা মৃত রিজ্জাক মোল্লা সাং কাচঁনা, থানা মোল্লাহাট,জেলা বাগেরহাট, পাকা রাস্তা আংড়া টু কাঁচনা সড়কে পারাপারের সময় ট্রলার টেম্পু (প্রোপাইটার ফজলে করিম দ্রুতগামী বালু বুঝাই ট্রলির সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তীতে ভিকটিমের প্রতিবেশী শিফা বেগম (৩৫), স্বামী অসিকার,সাং কাচঁনা, হঠাৎ দেখতে পায় তার ডাক চিৎকারে ভিকটিমের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছায়, ভিকটিমকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায় জরুরী বিভাগের কর্মরত কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিম পার্থ টিকাদার (০৬) কে অদ্য ১৫/০৯/২৫ খ্রিষ্টাব্দ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন।সংবাদ পেয়ে মোল্লাহাট থানার চুনখোলা ক্যাম্পের এস আই আলামিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে পার্থ টিকাদারকে সমাহিত করা হয়।