সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা
খুলনা ফুলতলা উপজেলার জামিরা বাজার হতে পিপরাইলগামী রোডে পিপরাইল ব্যারাক অফিসের সামনে মোঃ সুমন মোল্যা (২৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। সে উপজেলায় বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা গেছে।স্থনীয় সূত্র জানা যায় সুমন মোল্লাকে অজ্ঞাত অস্ত্রধারীরা মুখের থুতনির নিচে গুলি করে গুলি ভেদ হয়ে মুখের বাম সাইট দিয়ে বের হয়ে যায়, গুলির শব্দ পেয়ে আসে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং সুমনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুমন মোল্লার লাশের ময়না তদন্তের জন্য মর্গে মর্গে আছে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।