রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মোল্লাহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দলটির নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা দলীয় রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম (এফসিএ)-কে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন এবি পার্টির মোল্লাহাট উপজেলা আহ্বায়ক রাজিব ফরাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির ফরায়েজী, সদস্য সচিব মোঃ নাছির শেখ, যুগ্ম সদস্য সচিব মোঃ জসিমউদ্দীন, সদস্য মোঃ শওকত মোল্লা, মোঃ মাসুম সরদার, মোঃ মুকুল চৌধুরীসহ ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার নেতৃবৃন্দ।
এসময় এবি পার্টির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম নিজেও জনসংযোগে অংশ নেন এবং লিফলেট বিতরণ করেন। মোল্লাহাটে এক পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, “সমৃদ্ধ ও বৈষম্যহীন বাগেরহাট-১ গড়ার অঙ্গীকার নিয়ে ১২ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সামাজিক সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টিকে সমর্থন দিন।”
জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে বলে দলীয় নেতারা জানান।