
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক,
খুলনার বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার মো: ইব্রাহিম কে বদলি করায় উপজেলার ভূমি সেবা গ্ৰহীতাদের মাঝে এক অজানা হতাশা বিরাজ করছে । ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে বটিয়াঘাটা ভূমি অফিস থেকে বদলী করে খুলনা সংযুক্ত এল এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এ বদলীর খবর ছড়িয়ে পড়লে এযাবৎ কাল ভূমি অফিসে আগত সেবা গ্ৰহিতাদের মাঝে উক্ত হতাশা নেমে এসেছে । সার্ভেয়ার ইব্রাহিম একজন সাদা মনের মানুষ এবং সদালাপি । তিনি যোগদানের পর থেকে উপজেলার সাধারণ ভূমি সেবা গ্ৰহীতাদের কাজ সহজে করে। পাশাপাশি তিনি বিভিন্ন করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চৌকস ও দক্ষ এবং গুরুত্বের কথা বিবেচনা করে নড়াইল জেলায় বললি করা হয়েছে । অন্যদিকে বহু সময় কাল বটিয়াঘাটা ভূমি অফিসে থেকে সাধারণ মানুষকে সহজ শর্তে বিভিন্ন কাজ সম্পন্ন করে দেওয়ায় সাধারণ মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক স্থাপন করেছিলেন । কিন্তু হঠাৎ বদলী হয়ে যাওয়ায় ভূমি সেবা গ্ৰহীতাদের মাঝে হতাশা নেমে এসেছে ।এ বিষয়ে ভূমি সেবা গ্রহীতা আলমগীর হোসেন বলেন বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভের ইব্রাহিম এর কাছে আমি জমির নাম পত্তন করতে আসলে তিনি আমাকে সহজ উপায়ে কাজটি করে দেন,তার নিয়ে মায়ের তাকে কোন অর্থ দেওয়া লাগে না। সরকারি চাকরি মানেই বদলি। কিন্তু জানিনা ইব্রাহিম সার্ভেয়ারের মত আর কাউকে পাবো কিনা।