
নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফরিদা বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের নাগেরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ফরিদা বেগম স্থানীয় মৃত মতিয়ার রহমানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করছিলেন। তবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেলের আড়ালে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ফরিদা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।