
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরে মণিরামপুরে হত্যার মামলার ০১জন মূল আসামীসহ ওয়ারেন্টভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়,ইং- ০৮/০৯/২০২৫ খ্রিঃ মণিরামপুর থানা পুলিশে এসআই/ অরুপ কুমার, এসআই/ খান শাহাবুর রহমান, এএসআই/ ইমরান হোসেন সংগীয় ফোর্সসহ গ্রেফতার অভিযান পরিচালনাকালে মণিরামপুর থানার মামলা নং-৩০, তাং- ২৯/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩ /৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ সংযোজন ৩০২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ সাব্বির হোসেন (৪০), অর্থজারী মাঃ নং-১৫২/১৮ (তেজগাঁও) এর আসামী সাধন বিশ্বাস, এস এম সাইদ আল মাহমুদ এবং জিআর- ৩৭/১৮ এর আসামী মোঃ শাহাবুদ্দি মুল্লা কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো,মোঃ সাব্বির হোসেন (৪০)পিতা- মোঃসাদেকআলীহায়দারআলীসাহাকোবা(মধ্যপাড়া)মনিরামপুরযশোর। সাধন বিশ্বাসপিতা- বলাই চন্দ্র বিশ্বাসসাং-বাসুদেবপুর,মনিরামপুর,যশোর।এস এম সাইদআলমাহমুদপিতা- মোঃ কামাল উদ্দিন সরদারসাং-কাশিমপুর,মনিরামপুরযশোর মোঃ শাহাবুদ্দি মুল্লাপিতা- মৃতআব্দুল আজীজ সাং- মোহনপুর মহিলা কলেজের পিছনে মনিরামপুর,যশোর।গ্রেফতারকৃতদের ইং ০৮/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।