
স্টাফ রিপোর্টার:
রূপসা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক ইবি নিউজ এর প্রকাশক মোঃ মাসুম সরদারের মাতা গত ৩০ আগস্ট শনিবার সকাল ৮.০০ টায় মৃত্যু বরণ করেন। তার রুহের মাগফেরাত কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এবং উপদেষ্টা কুয়েত প্রবাসী আলহাজ্ব আব্দুল জব্বার শেখ এর অর্থয়নে গত ০৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আব্দুল জব্বার শেখ , উপস্থিত ছিলেন- ক্লাবের সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, কোষাধ্যক্ষ মো. নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, প্রচার সম্পাদক নাজিম সর্দার,ক্রীড়া সম্পাদক মাসুম সরদার প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুম সরদার এর বড় ভাই মোসারেফ হোসেন হেলাল সরদার ও ক্লাবের শুভাকাঙ্ক্ষী মোস্ত শেখ, আনিসার গোলদার,আজমল, সাইফুল ইসলাম সহ তৈয়েবিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্ররা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মোঃ সহিদুল ইসলাম।